আমার সম্পর্কে


মোবায়দুল সাগর


নিরীশ্বরবাদী, সন্ন্যাসী, যাযাবর।

মোবায়দুল সাগর এর জন্ম ০৯ অক্টোবর ২০০০ সালে যশোর জেলায়। তিনি মুসলিম একাডেমী, যশোর, থেকে ২০১৭ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করেন। তিনি যশোর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ২০২১ সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা সম্পন্ন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি-তে বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত। 

লেখক ছোটবেলা থেকে বই পড়তে ভালোবাসেন। ছোটবেলায় পড়েছেন ঈশপের গল্প সমগ্র, ঠাকুমার ঝুলি, সুকুমার সমগ্র সহ আরও অনেক বই। কৈশোরে শেষ করেছেন হিমু এবং মিসির আলি সিরিজ। তার প্রিয় ঔপন্যাসিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রিয় কবি জীবনানন্দ দাশ এবং প্রিয় গল্পকার সৈয়দ মুজতবা আলী। প্রিয় উপন্যাস - শ্রীকান্ত, পুতুল নাচের ইতিকথা (মানিক বন্দোপাধ্যায়) । প্রিয় কাব্যগ্রন্থ - রূপসী বাংলা, বনলতা সেন । প্রিয় কবিতা - অন্ধকার  (বনলতা সেন )। প্রিয় গল্প - বেঁচে থাকো সর্দিকাশি।

প্রথম কবিতা লেখেন ২০১৪ সালে। কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছেন মার্কিন কবি রবার্ট ফ্রস্টের থেকে। তাঁর লেখা 'Fire And Ice' কবিতা পড়ার পর কবিতা লেখার ইচ্ছা জাগে । সেখান থেকে আজ পর্যন্ত কবিতা লিখে যাচ্ছেন।  













2 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন