শ্রাবন্তী সাহা
—মোবায়দুল সাগর
ইছামতির কচুরিপানায় ভেসে যাচ্ছি—ভেসে যাচ্ছি অনেকদূরে
সন্ধ্যার মত ঘনিয়ে আসছে চন্দ্রবোড়ার বিষ আমার শরীরে
মোবাইল তরঙ্গে পথ ভোলা মৌমাছির ন্যায় আমি যাচ্ছি
তোমাকেই খুঁজছি শ্রাবন্তী সাহা আমি তোমাকেই খুঁজছি।
কোটি-কোটি সৌরবর্ষ পার করেও আমি ক্ষান্ত হয়নি
তোমার গৌরবর্ণ মুখখানা আমার হৃদয়ের জমিনে—
কচি ধানের মত বপন করা—ভেসে যাচ্ছি তাও ভূলিনি
কিভাবে ভূলি তোমাকে শ্রাবন্তী সাহা বলো কিভাবে ভূলি।
যেন চরেরমাঠ পেরিয়ে আমি আঙ্গরাইলের দিকে
তোমাকে দেখলাম লাল পেড়ে সাদা শাড়ি পরে আছো দাঁড়িয়ে
হাতে শাঁখা-বালা, খোলা চুলের সিঁথিতে গাঢ় সিঁদূর রাঙিয়ে
আমাকে ফাঁকি দিয়ে শ্রাবন্তী সাহা আমাকে ফাঁকি দিয়ে।
০১-১০-২০২১
নিউ মার্কেট, যশোর।
ট্যাগ:
দারুন কবিতা! বিরহটা খুব মনে ধরেছে।
উত্তরমুছুনঅসংখ্য ধন্যবাদ
মুছুনঅসাধারণ বিরহের কবিতা।
উত্তরমুছুনঅসংখ্য ধন্যবাদ।
মুছুনকবিতাটা খুব ভালো হয়েছে।
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুনঅসাধারণ লেখনী।
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুনঅসাধারণ। এগিয়ে যাও!
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুনখুব সুন্দর।
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুনখুব ভালো। এগিয়ে যাও।
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুনহুম, ভালো কবিতা । ....শ্রাবন্তী সাহা আমাকে ফাঁকি দিয়ে.....বিরহটা দারুণ বুকে বেজেছে! ওরা না, মানে শ্রাবন্তীরা, এমনই! তাই তো কবিতা লেখা! খুব সুন্দর । অনেক শুভকামনা ।
উত্তরমুছুনঅসংখ্য ধন্যবাদ মার্শাল ভাই।
মুছুননিশি রাতে নিশি তোমারই হবে❣️❣️🔥🔥
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুনঅনবদ্য কবিতা।
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুনosadharon....!
উত্তরমুছুনশুভ কামনা ♥️♥️
উত্তরমুছুনশ্রাবন্তী সাহা কে ???
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন