কদম ফুল
—মোবায়দুল সাগর
সাদা-চামড়ার বিদেশী বন্ধু
জিজ্ঞাসা করল ভাই,
এ কোন্ ফল গো
আমি জানতে চাই!
আমি হেসে বললাম,
করেছ তুমি বড় ভূল
এ যে ফল নয়
এ বাংলার কদম ফুল।
বন্ধু আমার আশ্চর্য
রাখে কোথায় এ বিস্ময়
মানে না তার মন
এমন ফুলও কি ভবে জন্মায়।
ফুলটি নিয়ে হাতে
বন্ধু আমার উঠল নেচে
বলল, এটিই আমার প্রিয়
তবে আছি যতদিন বেঁচে।
১৫-০৩-২০২১
আলাদাৎপুর, নড়াইল।
ট্যাগ:
একটি মন্তব্য পোস্ট করুন