অলস

           —মোবায়দুল সাগর


উনিশ কিংবা কুড়ি এই তো আমার বয়স
বয়সের ভারে নুয়ে পড়েছি আমি যে এক অলস।

হতে চেয়েছিলাম দুর্ধর্ষ অভিযাত্রী কিংবা পরিব্রাজক
হঠাৎ অলসের সাথে দেখা,সে করল বন্ধুত্বের নিবেদন।

আমি সে নিবেদনে আনন্দ প্রফুল্লিত আমি আত্মহারা
আমার নাই যে কোন বন্ধু তবে হবে যে বেশ ভালোই।

অলস বলল তুমি যেতে পারবে না ঘরের বাইরে
আমি বললাম ওকে পার্টনার যাহা মর্জি তাহা হবে।

শুধু ঘর নয় তোমার কাজকর্ম বন্ধ আজি শোন তবে
বন্ধু আমার নতুন শুনবো না কেন তার কথা তবে‌।

ঘুমের ঘরে বন্ধু বলে আরেকটু ঘুমিয়ে থাকো
সকাল গড়িয়ে দুপুর হলে তখনি ঘুম থেকে উঠো।


মায়াধরপুর, ঝিনাইদহ।






























ট্যাগ:

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প


Post a Comment

নবীনতর পূর্বতন