আমি এসেছি
—মোবায়দুল সাগর
আমি এসেছি সেই কালিমান্তান থেকে
আমি এসেছি ইস্তাম্বুল কাবুল পেরিয়ে
তবে আমি আসিনি এই বাংলার জন্য
আসিনি এই সোঁদা গন্ধের মাটির জন্য।
আমি এসেছি গ্রান্ড ক্যানিয়ন থেকে
আমি এসেছি ককেশাস অঞ্চল পেরিয়ে
তবে আমি আসিনি নকশী কাঁথার মাঠের জন্য
আসিনি জীবনানন্দের রূপসী বাংলার জন্য।
আমি এসেছি সিনাই উপত্যকা থেকে
আমি এসেছি গোবি মরুভূমি পেরিয়ে
তবে আমি আসিনি লাল সবুজের পতাকার জন্য
আসিনি মুজিবের প্রিয় বাংলাদেশের জন্য।
আমি এসেছি অলিম্পাস পর্বত থেকে
আমি এসেছি তাসমান সাগর পেরিয়ে
তবে আমি আসিনি এই বাংলার জন্য
আসিনি এই সোঁদা গন্ধের মাটির জন্য।
০৭-০৮-২০২০
সুত্রাপুর, বগুড়া।
ট্যাগ:
অসাধারণ ❤️
উত্তরমুছুনঅসংখ্য ধন্যবাদ বন্ধু।
মুছুনএকটি মন্তব্য পোস্ট করুন