বাড়ি ফেরার টান 

—মোবায়দুল সাগর 


তবুও হলদে পলাশ ফুলের ঝুমুর
নিনাদে ধ্বংস করে যাচ্ছে মেঠো দুপুর।
দেখ আড়িপেতে আছে দোয়েলের শিস
আয়ুরেখা গুনছে সোনালী ধানের শীষ।
বাঁশঝাড়ের চি-চি-চি শব্দে হচ্ছে অস্থির—
মাটির দেহ মাটিতে শুয়ে আছে ধীরস্থির 
নালা বয়ে পানি যায় জীবন্ত ক্ষেত-ফসল।
স্কুলগামী ছেলেরা আলপথ নিয়েছে দখল।
গাঙে ডুবে মরেছে বেদনা-দুঃখ-কষ্ট-যন্ত্রনা; 
সেন্ট্রিফিগাল পাম্প আনে নতুন সম্ভাবনা।
সিডি প্লেয়ারে বাজছে বোম্বের হিন্দি গান।
সোমবারের হাটে হবে সব ঋণের অবসান।

১৬-০৩-২০২৩
মিরপুর-১, ঢাকা। 










Post a Comment

নবীনতর পূর্বতন