শ্রাবন্তী

—মোবায়দুল সাগর

শ্রাবন্তী,
দিনশেষে তোমার চোখে
রাজ্যের ক্লান্তি।

শ্রাবন্তী,
রাতে আলেয়ায় এক চিমটি
কপোল ছুঁবো একটু অনতি।

শ্রাবন্তী,
বিছানা বালিশে লেপ্টে আছে
তোমার চুলের সুগন্ধি।

শ্রাবন্তী,
খুব ভোরে কাটা ছেড়া আলস্যে 
শক্ত একখানা আশ্লেষের অন্তি।

শ্রাবন্তী,
দিন শুরু তোমার অনুপস্থিতি:
মন বিষন্ন; হাসে সূর্য শশ দন্তী।

শ্রাবন্তী!


২২-০৭-২০২৩
মিরপুর-১, ঢাকা





Post a Comment

নবীনতর পূর্বতন