ক্ষয়
—মোবায়দুল সাগর
আর যদি মানুষ না হতাম,
হতাম তবে শম্ভুর নন্দী—সূয়শা হত জীবনসঙ্গী।
আমার শাপে ধ্বংস হত লঙ্কা-রাবণ।
কিংবা যদি মানুষই হতাম,
হতাম তবে ভাইকিংদের দোসর;
নর্সের থরকে করতাম খুশি
নিরানব্বই মানুষের মস্তকে।
বা হয়েই গেলাম বাংলার বাঙালি—
ঘটি-বাঙালে সীমাহীন তর্কাতর্কি।
হতাম চম্পক নগরের চাঁদ সওদাগর,
করতাম সর্পদেবী মনসাকে অস্বীকার।
কিংবা হতাম দেবতা—আনুর সংখ্যা ষাট;
বা দেবী ইশতারের হৃদয়, পেঁচা, সিংহ।
হতাম নালন্দা বিশ্ববিদ্যালয়—
বখতিয়ার খিলজির হাতে ক্ষয়।
২৬-১১-২০২৩
মিরপুর-১, ঢাকা।
একটি মন্তব্য পোস্ট করুন