ক্ষয়

—মোবায়দুল সাগর

আর যদি মানুষ না হতাম 
হতাম তবে শম্ভুর নন্দী, সূয়শা হত জীবনসঙ্গী।
আমার শাপে ধ্বংস হত লঙ্কা-রাবণ।
কিংবা যদি মানুষই হতাম
হতাম তবে ভাইকিংদের দোসর।
নর্সের থরকে করতাম খুশি 
নিরানব্বই মানুষের মস্তকে। 
বা হয়েই গেলাম বাংলার বাঙালি 
ঘটি-বাঙালে সীমাহীন তর্কাতর্কি। 
হতাম চম্পক নগরের চাঁদ সওদাগর
করতাম সর্পদেবী মনসাকে অস্বীকার।
কিংবা হতাম দেবতা আনের সংখ্যা ষাট
বা দেবী ইশতারের হৃদয়, পেঁচা, সিংহ।
হতাম নালন্দা বিশ্ববিদ্যালয়—
বখতিয়ার খিলজির হাতে ক্ষয়।

২৬-১১-২০২৩
মিরপুর-১, ঢাকা।

Post a Comment

নবীনতর পূর্বতন