রোদ

— মোবায়দুল সাগর


যদি কখনও বৃষ্টি নামে
যদি এই পথ না থামে
হাওয়া হয়ে রোজ
ছুঁয়ে নেবো তোমার খোঁজ

আমি থাকি বা না থাকি
এ জীবন রেখো না বাকি

রোদের রশ্নি খুলে
মিশে যাবো তোমার চুলে
শীতল করে যে ছায়া
মেখে নিয়েছে তোমার মায়া

আমি থাকি বা না থাকি
এ জীবন রেখো না বাকি

০৯-১১-২০২৩
মিরপুর-১, ঢাকা।

Post a Comment

নবীনতর পূর্বতন