দত্তক 

— মোবায়দুল সাগর 

যেমন করে শিশুর জিজ্ঞাসু প্রশ্নে
তার জন্ম পূর্ব প্রক্রিয়া লুকানো হয়।
তেমন করেই আমার হৃদয়ে 
তোমাকে লুকিয়ে রেখেছিলাম।

যেমন করে দত্তক নেওয়া শিশু জেনে যায়
যাদেরকে সে বাবা-মা জেনেছে তারা তার আপন নয়।
তেমন করেই তুমি জানিয়ে দিলে—
আমি তোমার কে ছিলাম।


১৯-০৯-২০২৪
মিরপুর-১, ঢাকা।

Post a Comment

নবীনতর পূর্বতন