স্বপ্ন

      —মোবায়দুল সাগর 


দেখেছি কত স্বপ্ন জেগে কিংবা ঘুমিয়ে
অদৃশ্য ভাইরাস রেখেছে তাকে আজ দমিয়ে। 

বিশ্ব আজ হুমকির মুখে,পড়েছে অতল গহ্বরে ঢলে 
অমর নেতা নাকি ভবিষ্যদ্বাণী করেছিলেন তাই বলে।

মানুষজন আজ দিশেহারা নেই কোন পথ 
একটাই উপায় চল মসজিদ মন্দির কিংবা মঠ।

আবার স্বপ্নের সূর্য উদয় হবে পুব আকাশে 
আবার সবাই উঠব জেগে দরাজ কন্ঠের আজানে



মায়াধরপুর, ঝিনাইদহ।






























ট্যাগ:

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প




Post a Comment

নবীনতর পূর্বতন