রোদ-বৃষ্টি
মোবায়দুল সাগর
টিনের চালে বৃষ্টির শব্দ যেন বাদ্যযন্ত্র
বৃষ্টি এলে মনে আসে নতুন কত মন্ত্র
লিখব কত আর হয়ে গেছি আমি ক্লান্ত
সবাইকে তাই বলি হয়ও না যেন ক্ষ্যান্ত।
এত বর্ষা নয় এ যে বৈশাখের ধুধু গরম
একটু যদি সূর্য মামা করত তার রোদ নরম
বৃষ্টি এলে হয়ে যায় চারিদিক ঠিক যেন বরফ
সবকিছু ভিজিয়ে দেয় সে, নাই কেন তার শরম।
সেদিন দেখলাম দুটি কাক মরে পড়ে আছে পথে
ওরা চাই যে বাঁচতে যদি থাকত বৃষ্টি ওদের সাথে
আজ কি মনে করে এল বৃষ্টি এই ভরদুপুর মাঝে
আবার কখন যে আসবে প্রখর রোদ তা কে জানে।
রোদে যে আমি স্নান করি রোদ যে অনেক মিষ্টি
অপেক্ষায় থাকি তার আমি কখন যে দেবে দৃষ্টি
সূর্য মামা রোদ দাও একটু, তাহলে খেতে দেব মিষ্টি
সবার চেয়ে ও যে শ্রেষ্ঠ প্রকৃতির,এটাই কি তার সৃষ্টি।
All copyright reserved by www.mobaidulsagor.blogspot.com
একটি মন্তব্য পোস্ট করুন