ঢাকা কেন রাজধানী?

                                 —মোবায়দুল সাগর

দক্ষিণ আফ্রিকার রাজধানী তিনটা, "কেপ টাউন, প্রিটোরিয়া ও ব্লুমফন্টেইন"। শ্রীলঙ্কার রাজধানী দুইটা "কলম্বো ও শ্রী জয়াবর্ধনেপুরে কোট"। মালয়েশিয়ার রাজধানীও দুইটা "কুয়ালালামপুর ও পু্ত্রজয়া"। পাকিস্তান তাদের রাজধানী করাচী থেকে সরিয়ে ইসলামাবাদে নিয়ে গেছে। তুরস্ক ইস্তানবুল থেকে আঙ্কারায় তাদের রাজধানী স্থানান্তরিত করেছে। ইন্দোনেশিয়াও তাদের রাজধানী জাকার্তা থেকে সরিয়ে নিতে চাচ্ছে। এদিকে বাংলাদেশ বলছে ঢাকা রাজধানী ছিল রাজধানী থাকবে । মাত্র ২৭০ বর্গকিলোমিটার আয়তনের এই শহরের জনসংখ্যা বৃদ্ধি পেয়ে ১০ কোটি হলেও তাদের মাথা ব্যাথা নেই। যানযট কমানোর জন্য ফ্লাইওভার নির্মাণ করা হল, সেই ফ্লাইওভারের উপরেই যানযট লেগে থাকে। কতটা অপরিকল্পিত ভাবে নগরায়ন করা হচ্ছে  হাজার কোটি টাকা খরচ করে মেট্রোরেল নির্মাণ করা হচ্ছে এটাও যে হিরো আলমের সিনেমার মত ফ্লপ হবে তা আগে থেকেই জানা। অন্যদিকে রয়েছে অনুন্নত জেলা শহর , এখানে উন্নয়নের কোন ছোঁয়াও নেই। নড়াইল জেলা শহরে গেলে তা বোঝা যায়। উপরে যারা আছেন তাদের যেখানে খাওয়া সেখানেই হাগা অভ্যাস হয়ে গেছে। তারা ঢাকা থেকে সরবে না আবার নড়াইলের মত জেলায় উন্নয়নও করবে না।







ট্যাগসমূহ

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প


















All copyright reserved by www.mobaidulsagor.blogspot.com

Post a Comment

নবীনতর পূর্বতন