শয়তান

মোবায়দুল সাগর

তুমি কে হে বোকা? স্বর্গ ছেড়ে মর্তে
আদম যে তোমার পিতা এই শর্তে 
জানি আমি অতি তুচ্ছ,শয়তান ভৃত্যে
আমি চাই তোমার অনিষ্ট বলব না মিথ্যে।

এক ঈশ্বর যে দিলেন আমায় শক্তি 
গিয়েছি ভুলে তাকে,করিনা তার ভক্তি
তুমি বোকা চাও শুধু নরক থেকে মুক্তি
একবার কি পড়েছো আমার সেই উক্তি?

তোমার রগে রগে যে আমার চলাফেরা 
তোমাকে করি পথভ্রষ্ট তুমি যে দিশেহারা।‌

















All copyright reserved by www.mobaidulsagor.blogspot.com

Post a Comment

নবীনতর পূর্বতন