শিশির বিন্দু
মোবায়দুল সাগর
সবুজ পাতাগুলো আজ ঝরে গেছে
নীল আকাশটা আজ কালো হয়েছে
পূর্ব দিগন্তে নতুন সূর্যের অপেক্ষা দিয়েছে
সত্য লুকিয়ে সব মিথ্যা বলেছে।
আগুন্তক হয়ে গিয়েছিলাম সেখানে
জায়গা হয়নি আমার, হয়েছি যাযাবর শেষে
দিনগুলো কেটেছে দারুন অনুভুতি রোমাঞ্চে
আমি যে ছিলাম নিষ্পাপ তবে যদি জানতে।
একটু শিশির বিন্দু যদি থাকত এই জীবনে
সুখ পাখির গান শুনতে চেয়েছিলাম সেই সুখে
হয়নি সেই সুখ, কপাল দোষে মরেছি সেই দুঃখে
অগত্যা মূর্খ আমাকে বলে কাঁদিস না রে মিছে।
বিশাল সে জ্ঞানী, কথায় যেন অক্সফোর্ড ই ভাব
ভাড় যে তার শূন্য আমি ছাড়া জানে যে সব
একুশ শতকে কোথায় ছিলে তুমি বাছা ব'ল
নাই যে কোন শব্দ এ কি হাল তোমার হ'ল?
আবার ফিরে এলে কোন সে আনন্দে
আমি যে আজ প্রবাস নিয়েছি
নিয়েছি সন্ন্যাস পরিশেষে।
সমস্ত কপিরাইট সংরক্ষিত www.mobaidulsagor.blogspot.com
একটি মন্তব্য পোস্ট করুন