এল ডোরাডো
মোবায়দুল সাগর
এল ডোরাডো এর সন্ধানে
গভীর ক্যারিবীয় সাগরে
হঠাৎ কোন স্কুইড কিংবা
অক্টোপাসের পেটে না যায় তলিয়ে।
অভিযাত্রী হয়ে কি লাভ
জলদস্যু কি ভূল নয়
জাহাজের নোঙর কোথায়,
সূর্য আর কতক্ষন আছে?
স্যার র্যালে আদেশ করুন
স্বর্ণের দেশ লুটব বলুন
নতুবা লন্ডন থেকে
কেন এখানে আমরা?
কালো মানুষ গুলো শুধু কালো
দাঁত গুলো হয় দৃষ্টিগোচর
রক্ত ওদের লাল না-কি
আমরা পশু সমান?
স্যার তলোয়ার হাত নিন
সামনেই জ্যামাইকা
আসছে ধেয়ে অধিবাসী
আমাদের দিতে পারে ফাঁসি।
দেখ বোকার মত কথা
বলবে না তুমি শোন হে
আমি ওয়াল্টার র্যালে
কুখ্যাত জলদস্যু যে।
All copyright reserved by: www.mobaidulsagor.blogspot.com
একটি মন্তব্য পোস্ট করুন