ঘাসফুল
মোবায়দুল সাগর
ঘাসফুলের মাঝে আমি আর নেই
কাকভেজা হয়ে ফিরব বাড়ি এই
অদূর দিনগুলো তখন দেখব যেই
আমি নিঃশ্বাস হারিয়েছি বলব এই।
ঘাসফুল গুলো কি সুন্দর? অতি সুন্দর
ইত্যাদি ইত্যাদি কথা গুলো আজ মলিন
রয়ে গেছে সেই স্মৃতি হয়ে আছে অমলিন
বাইরেটা দেখ হাঁসি হাঁসি কিন্তু কি দেখ অন্দর?
বসন্তের পাখি গুলো ঘাসফুলে চেয়ে
নানান রকমের গান করে প্রেয়সীকে পেয়ে
গ্রীষ্মের দিনে রোদ্দুর বলে জানো কি ভাই
থাক বলব না সে কথা আছি ব্যস্ত এখন যায়।
ঋতু্ গেলে বাকি থাকে কি? জন্ম মৃত্যু খেলা
শেষ কবে দেখা হবে জানি, তবে যদি ফুরায় বেলা
ঘাসফুল তখনও থাকবে বেঁচে আছে এইটুকু আশা
অতি নগন্য জীবন তার হতাশ হয়নি আছে ভরসা।
একটি মন্তব্য পোস্ট করুন