সম্ভব

মোবায়দুল সাগর 

সুউচ্চ এভারেস্ট শৃঙ্গ জয় করা সম্ভব
সুদীর্ঘ ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া সম্ভব
সম্ভব নয় কি হে নওজোয়ান
তবে এসো জয়ের নেশায় হে উদীয়মান।

অন্তর্জালে নিজেকে না জড়িয়ে 
প্রস্তুত থাকো অতীব জরুরি হয়ে
কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেয় শিহরণ 
যুদ্ধে যেতে মন চাই না কি করি এখন?

প্রাগৈতিহাসিক যুগ যেন আজ এসেছে
তোমরা কি আবার শিকারে যাবে হেঁসে
এই সময় যে তোমাদের অনুজ
জেনে রেখ ভবিষ্যৎ অতি নিকট নয় বহুদূর।

কল্পনার জগত থেকে এসো বেরিয়ে 
কল্পনা গিয়েছে আজ মঙ্গল ছাড়িয়ে
হিমালয় যাও উচ্চতর জ্ঞান অন্বেষণে
ছড়াও নিজের জ্ঞান বর্ষার মত বর্ষনে। 

গহীন অরণ্যের বন্য প্রাণ ও শিক্ষিত
সম্ভব হয়নি কি বল এই পৃথিবীতে
খুঁজে নাও দর্শন হও নিজে দীক্ষিত
সম্ভব করে দাও সব এই পৃথিবীতে।










  




Post a Comment

নবীনতর পূর্বতন