পরবাসী

মোবায়দুল সাগর

উজানের পলিমাটি আমার রক্তে 
মিশবে না আর,আমি থাকব না আর 
এই বাংলায়,পরবাসী কোন আনন্দে 
জিতবে আমার মন? ভুলব সেই স্বাদ
যদি পায় বাংলার মত সবুজ সমাহার। 

হারিয়ে যাবো কোন এক পিচ গাছের তলায়
ধূসর তোতা ডাকবে আমায়, কে তুমি?
প্রশ্ন করে ভিনদেশী পঙ্খী,উত্তর কি জানায়?
আমি এসেছি ছেড়ে মাতৃভূমি তেরো নদী পার 
পরবাস নিব আমি যদি একটুকু ঠায় পাই
কথা দিলাম তোমাকে ফিরব না জন্মভূমিতে আর।

ক্রান্তীয় জলবায়ু যেন আমার শরীর বোঝায় 
অতি শীত কি মানাবে আমার শরীরটাই 
সাদা ভূতের সাথে থাকব একি ভাবা যায় 
পাউরুটি আমার অসহ্য লাগে খাবো কি হায়
মাছে ভাতে আমি বাঙালি ঝালটা একটু চাই 
পরবাস আমি নিবোই থাকব না যে বাংলায়। 

বাংলায় কথা না বললে যেন দম যায় 
ভিনদেশি ভাষা কি সে আশা মিটাই?

Post a Comment

নবীনতর পূর্বতন