মনুষ্যত্ব 

                  —মোবায়দুল সাগর

        "সবচেয়ে বড় সত্য মনুষ্যত্ব-
ধর্ম আসে জন্মের পরে, তোমার ঘর বুঝে
তুমি ছিলে নগ্ন‌‌, বিকেক-বুদ্ধিহীন সাজে,
লজ্জা নিবারণ নিদারুণ কর্তব্য‌ এই সমাজে
ধর্মের বুলি ধারণ সে তো মহৎ সব কাজে।

      সবচেয়ে বড় সত্য মনুষ্যত্ব- 
কেবা হিন্দু, কেবা মুসলিম,কেবা খ্রিষ্টান
পিতৃ পরিচয়ে তুমি মানুষ না-কি ধর্মের সন্তান,
আমি যে মানুষ - তাই বলে কি ধর্মের চাপ
ঈশ্বর যদি থাকেন তবে কেন এত অবিচার?

       ‌সবচেয়ে বড় সত্য মনুষ্যত্ব-
বিশ্বাসী সেই তো বড় পাপী, বড় গোনাহগার
অবিশ্বাসী অনুতপ্ত, অনুশোচনা আক্রান্ত-
নতুন পথ খোঁজার; ধর্ম শেখায় হও মানুষ- 
নহে পশু-জানোয়ার; এসব কট্টরপন্থী খেলা!

       সবচেয়ে বড় সত্য মনুষ্যত্ব- 
ইতিহাস বলে এটাই প্রথম জন্ম, এটাই শেষ
জন্মের পূর্বে কোথায় ছিলাম - কে জানে বেশ
মৃত্যু ভয়ে পরকাল যেন ভয়ংকর; ওহে শোনো-
পৃথিবীতে নরক - পৃথিবীতে স্বর্গ; মৃত্য ভাবলেশ।

       সবচেয়ে বড় সত্য মনুষ্যত্ব-
তোমার রক্ত সাদা নয়, আমার রক্ত কালো নয়
মানুষ সবাই, মানুষ সবাই; মানুষের গান গাই- 
ঈশ্বর না খুঁজে মানুষ খোঁজো,পাবে স্বর্গ-জান্নাত
তাই বলি, পৃথিবী চলে বিশ্বাসে নহে আশ্বাসে!"
















ট্যাগ:

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প








Post a Comment

নবীনতর পূর্বতন