নিয়তি
—মোবায়দুল সাগর
কিসে পড়ল বাঁধা অযথা এ জীবন!
ভাগ্যক্রমে রাজত্ব পাওয়া, প্রতিদান—
ধ্বংস শুধু—বৃথা চেষ্টা এ জগতে।
বুঝেছো এ নিয়ম যা সব ভাগাড়ের
নোংরা খেকো শকুন পেয়েছে সরলে।
মানবেতর--আকাঙ্খা ছিল শ্রেষ্ঠ যার—
জীবন কেটেছে খোরশ্রোতা নদী হয়ে।
কলমের কালি শেষ হবে না তা কেন?
শূন্য থেকে পূর্ণ হয় পাপ-পূন্য ঘর।
লিখবে অবশ্যই এ কাহিনী অশেষ;
দাগ পড়বে আত্মসম্মানে ভয় কিসে?
পাদুকা ধূলি ছিল অমূল্য তা যে হাস্য,
অই গৌরব এখন মিশল সেখানে,
হায়! চাকর ভৃত্যও হাসে অট্টহাসি।
২৬-০১-২০২১
আলাদাৎপুর, নড়াইল।
ট্যাগ:
একটি মন্তব্য পোস্ট করুন