নিয়তি

       —মোবায়দুল সাগর

কিসে পড়ল বাঁধা অযথা এ জীবন!
ভাগ্যক্রমে রাজত্ব পাওয়া, প্রতিদান
ধ্বংস শুধুবৃথা চেষ্টা এ জগতে।
বুঝেছো এ নিয়ম যা সব ভাগাড়ের 
নোংরা খেকো শকুন পেয়েছে সরলে।
মানবেতর--আকাঙ্খা ছিল শ্রেষ্ঠ যার
জীবন কেটেছে খোরশ্রোতা নদী হয়ে। 
কলমের কালি শেষ হবে না তা কেন?

শূন্য থেকে পূর্ণ হয় পাপ-পূন্য ঘর।
লিখবে অবশ্যই এ কাহিনী অশেষ;
দাগ পড়বে আত্মসম্মানে ভয় কিসে?
পাদুকা ধূলি ছিল অমূল্য তা যে হাস্য‌,
অই‌ গৌরব‌ এখন মিশল সেখানে,
হায়! চাকর ভৃত্যও হাসে অট্টহাসি।


২৬-০১-২০২১
আলাদাৎপুর, নড়াইল। 



























ট্যাগ:

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প

 




Post a Comment

নবীনতর পূর্বতন