নির্জনে নীরবতা

                             —মোবায়দুল সাগর

"কোনো এক নির্জন দ্বীপের সমুদ্রে তুমি আর আমি,
কত শত শঙ্খ আর লাল কাঁকড়ার খুনসুটি।

ক্যাম্প ফায়ারের আলোয় তোমার ফর্সা মুখখানা, 
আর অই আগুনেই ঝলসেয়েছি রাতের খাবার বাগদা।

সমুদ্রের গর্জনে, দ্বীপের বুনো শুয়োরের উল্লাসের এই রাত,
বাঁকা চাঁদের পূর্ণিমায় আমি ছুঁতে চেয়েছি তোমার হাত। 

তুমি মৌন ছিলে, সমুদ্রে হারাতে চেয়েছিলে;
আমাতে হারাতে চাওনি নীরবে কেঁদেছিলে!"


১৬-০৬-২০২১
নিউমার্কেট, যশোর।


























ট্যাগ:

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প

 

Post a Comment

নবীনতর পূর্বতন