নির্জনে নীরবতা
—মোবায়দুল সাগর
"কোনো এক নির্জন দ্বীপের সমুদ্রে তুমি আর আমি,
কত শত শঙ্খ আর লাল কাঁকড়ার খুনসুটি।
ক্যাম্প ফায়ারের আলোয় তোমার ফর্সা মুখখানা,
আর অই আগুনেই ঝলসেয়েছি রাতের খাবার বাগদা।
সমুদ্রের গর্জনে, দ্বীপের বুনো শুয়োরের উল্লাসের এই রাত,
বাঁকা চাঁদের পূর্ণিমায় আমি ছুঁতে চেয়েছি তোমার হাত।
তুমি মৌন ছিলে, সমুদ্রে হারাতে চেয়েছিলে;
আমাতে হারাতে চাওনি নীরবে কেঁদেছিলে!"
১৬-০৬-২০২১
নিউমার্কেট, যশোর।
ট্যাগ:
একটি মন্তব্য পোস্ট করুন