নারী 

      — মোবায়দুল সাগর

নারী তুমি দস্যু-ডাকাত-চোর

নারী তোমার কামের খোলা সকল দোর ।

নারী তুমি পুরুষকে করেছো স্বর্গ বিতাড়িত

নারী তোমার সমস্ত দেহ কামনায় তাড়িত ।


নারী তুমি শুধু মাংশল যোনি

নারী তোমার দেহ পুরুষের চোখের মণি ।

নারী তুমি শুধু পুরুষের দাসী

নারী তোমার কারণে হয় পুরুষের ফাঁসি ।


নারী তুমি শুধু মাতা-বোন-বধূ

নারী তোমার সব পুরুষের কাছে যাদু ।

নারী তুমি এক অপরিপূর্ণ মানুষ

নারী তোমার শরীর সব পুরুষের ধনুশ । 


নারী তুমি নও কালী-অ্যাথিনা-হবা

নারী তোমার জন্মদাতা আদম-জিউস-শিবা।

নারী তুমি নপুংসক তুমি খোজা

নারী তোমার লিঙ্গ এক ক্ষত এক বোঝা।


নারী তুমি গণিকা-বারঙ্গনা-পতিতা

নারী তোমার স্রষ্টা পুরুষ তোমার বিধাতা ।

নারী তুমি হিব্রু-অসভ্য-বর্বর

নারী তোমার মৃত্যুর আগেই খোড়া হয় কবর।


নারী তুমি হৃদয়ে জাগাও স্পন্দন

নারী তোমার ভাগ্য-নিয়তি পুরুষের গঠন ।

নারী তুমি হতে চাও কেন পুরুষ

নারী তোমার জাত শ্রেষ্ঠ তুমি মানুষ । 


১৪-০২-২০২১

আলাৎপুর, নড়াইল ।













ট্যাগ:

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প






2 মন্তব্যসমূহ

  1. কিছুই জানতে পারলাম না ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমি হয়ত আপনাকে বোঝাতে পারেনি। আমার ব্যর্থতার জন্য আমি দুঃখিত। ধন্যবাদ।

      মুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন