হাওয়াই মিঠাই
—মোবায়দুল সাগর
অথবা তুমি হাওয়াই মিঠাই খাওয়ার সন্তুষ্টি।
বেহালার সুরের মতই তোমার মুখের হাসি
অথবা তুমি যাদুকরের অ্যাবরাকাড্যাবরা মন্ত্র।
কোকিলের বাসার খড়কুটোর মতই তোমার প্রেম
অথবা তুমি এন্টার্টিকার একটি জলপাই গাছের পাতা।
ক্যারিবীয়ানের এল ডোরাডোর মতই তোমার রূপ
অথবা তুমি আইনস্টাইনের লেখা কবিতা ।
ব্যবিলনের ঝুলন্ত উদ্যানের মতই তোমার চেতনা
অথবা তুমি নাগ-নাগিনীর মাথার মনির ঝলকানি।
বাদুরের সংগ্রহ করা বাচ্চার খাবারের মতই তোমার সৃষ্টি
অথবা তুমি ডুমুর ফুলের পরাগ রেণু।
২৬-০৮-২০২১
নিউমার্কেট, যশোর ।
ট্যাগ:
হাঃ হাঃ হাঃ বেশ মজা করে লিখেছেন তো। অভিনন্দন। এগিয়ে যান++++
উত্তরমুছুনধন্যবাদ ।
মুছুনঅসাধারণ শব্দ চয়ন।
উত্তরমুছুনEinstein er lekha kobita... 😅
উত্তরমুছুনঅপূর্ব সৃষ্টি ।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন