হাওয়ায় মিঠাই

     —মোবায়দুল সাগর

ঘুমে দেখা স্বপ্নের মতই তোমার অস্তিত্ব
অথবা তুমি হাওয়ায় মিঠাই খাওয়ার সন্তুষ্টি।

বেহালার সুরের মতই তোমার মুখের হাসি
অথবা তুমি যাদুকরের অ্যাবরাকাড্যাবরা মন্ত্র।

কোকিলের বাসার খড়কুটোর মতই তোমার প্রেম
অথবা তুমি এন্টার্টিকার একটি জলপাই গাছের পাতা।
 
ক্যারিবীয়ানের এল ডোরাডোর মতই তোমার রূপ
অথবা তুমি আইনস্টাইনের লেখা কবিতা ।

ব্যবিলনের ঝুলন্ত উদ্যানের মতই তোমার চেতনা
অথবা তুমি নাগ-নাগিনীর মাথার মনির ঝলকানি।

বাদুরের সংগ্রহ করা শাবকের খাবারের
মতই তোমার সৃষ্টি
অথবা তুমি ডুমুর ফুলের পরাগ রেণু।


২৬-০৮-২০২১ 
নিউমার্কেট, যশোর ।
















ট্যাগ:

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প







5 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন