আমি চলে যাবো

                          —মোবায়দুল সাগর

আমি চলে যাবো বেলা ফুরাবার আগে
তবে যেতে চাই কোকিলের কুহু-কুহু ডাক শুনে
ঝরা বকুলের দীর্ঘ এক মালা গেঁথে
সোঁদা গন্ধের এই মাটি সারা অঙ্গে মেখে।

আমি চলে যাবো বেলা ফুরাবার আগে
তবে যেতে চাই আমার সব এখানে রেখে
শুধু প্রেম-ভালোবাসা, মায়া-বন্ধন নিতে চাই সাথে
নিতে চাই না দুঃখ-কান্না, আবেগ-বেদনা আমার সাথে।

আমি চলে যাবো বেলা ফুরাবার আগে
তবে যেতে চাই একগাল হাসি হেসে
দক্ষিণাত্যের ভরতনট্যম নাচ নেচে 
বিদ্রোহীর বিদ্রোহী আবৃত্তি করে। 

আমি চলে যাবো বেলা ফুরাবার আগে
তবে যেতে চাই ইছামতিতে একবার নেয়ে 
একুশ শতকের বলিউডি গান শুনে
শৈশবের সেই মালাঠুলি খেলা খেলে।


০৯-০৩-২০২১
আলাদাৎপুর, নড়াইল।
















ট্যাগ:

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প









Post a Comment

নবীনতর পূর্বতন