আমাকে খুঁজে নিও
                    —মোবায়দুল সাগর

আষাঢ়ে আকাশ যখন ফুপিয়ে কেঁদে উঠবে
আমাকে খুঁজে নিও আকাশের ওই অশ্রুতে।
কেয়ামতে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে
আমাকে খুঁজে নিও কেয়ামতের ওই ধ্বংসে।
মহররমে শিয়ারা যখন তাজিয়া মিছিলে বেরোবে 
আমাকে খুঁজে নিও মহররমের ওই মিছিলে।
কুম্ভের মেলায় যখন নাগা সাধু উপস্থিত হবে
আমাকে খুঁজে নিও কুম্ভের ওই সাধুর দলে।

আশ্বিনের শেষে কাশফুল যখন ঝরে-ঝরে পড়বে
আমাকে খুঁজে নিও শরৎ-এর ওই ঝরা কাশফুলে।
মহাপুরুষ ঈসা যখন ফিরে আসবে পৃথিবীতে
আমাকে খুঁজে নিও ঈসার ওই অনুসারী দলে।
দুই মেরুর বরফ যখন গলে-গলে পড়বে
আমাকে খুঁজে নিও মেরুর ওই বরফ খন্ডে।
কিলিমাঞ্জারো পর্বত থেকে যখন অগ্নুৎপাত হবে 
আমাকে খুঁজে নিও কিলিমাঞ্জারোর ওই জ্বালামুখে।

ফাল্গুনের বাতাসে পাখিরা যখন নেচে উঠবে
আমাকে খুঁজে নিও পাখিদের ওই নর্তকীতে।
লাল মঙ্গলে যখন পানির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে
আমাকে খুঁজে নিও মঙ্গলের ওই পানির কণাতে।


০২-০৩-২০২১
আলাদাৎপুর, নড়াইল।















ট্যাগ:

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প


1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন