আমার সব ভেসে গেছে
                                     —মোবায়দুল সাগর
আমার সব ভেসে গেছে!
শাদা চাঁদের পূর্ণিমাতে, শাদা বকের পালকে
ঝরে পড়া নরম বকুলের গন্ধে, উঠে যাওয়া যাযাবরের দলে।
নিঃশেষ করে দিয়েছে চায়ের কাপের মত
চেঁটে খাওয়া অ্যালুমিনিয়ামের চামচ দিয়ে গুলিয়ে নিয়েছে মিল্ক বিস্কুটের সাথে।
অধিকার করে নিয়েছে প্রেমিকার ঠোঁটের মত
বিশ্রী দাঁত দিয়ে আলতো করে কামড় বসিয়ে ক্ষত-বিক্ষত করেছে,
কতভাবেই না ভূলিয়েছে, কত মিথ্যে প্রতিশ্রুতি—তবেই না এ বিজয়।
ভেঙে দিয়েছে ধর্ষণের প্রতিবাদে মিছিল ছত্রভঙ্গ হওয়ার মত
অতর্কিত লাঠিচার্জ, ফাঁকা গুলি, টিয়ারশেল নিক্ষেপ করেছে
রক্তাক্ত শরীর নিয়ে হাজার মোবাইলের ক্যামেরাবন্দি হয়েছি।
ফেলে দিয়েছে জারজ সন্তানের মত
এক ডাস্টবিনে, জঙ্গলে, টয়লেটে, কুকুরের মুখে
উৎসাহী জনতার ছিঃ ছিঃ শুনেও মায়ের কোল খুঁজেছি। 

২৪-০৯-২০২১
নিউমার্কেট, যশোর। 
  
    
 


 






ট্যাগ:

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প




 

 

Post a Comment

নবীনতর পূর্বতন