বৃষ্টি ভেজা প্রেম
              —মোবায়দুল সাগর

গগনে কালো মেঘ ঘনিয়ে এসেছে।
কিছুক্ষণ পরেই মুষলধারে নামবে বৃষ্টি।
চারিদিক থেকে মাটির সোঁদা গন্ধ ভেসে আসবে। 
যে সকল যুগলকে তুমি বৃষ্টিতে ভিজতে দেখবে। 
তাদের মাঝে আমি ছিলাম না, 
আমি ছিলাম না তাদের খুনসুটিতে,
না ছিলাম তাদের আলিঙ্গনে-চুম্বনে।
আমি তোমাতে বিভোর থেকে তোমার স্বপ্নে অনুপ্রবেশ করতে চেয়েছি। 
খুব গভীরভাবে। 
যেন এক অব্যর্থ চেষ্টা। 
তুমি লিখে গেছো বৃষ্টি ভেজা প্রেমের কবিতা। 
আমি এখনও খুঁজে চলেছি প্রথম ভেজার বর্ষাতি-ছাতা।




১৩-১০-২০২১
নিউ মার্কেট, যশোর। 




















ট্যাগ:

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প







1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন