বৃষ্টি ভেজা প্রেম
—মোবায়দুল সাগর
গগনে কালো মেঘ ঘনিয়ে এসেছে।
কিছুক্ষণ পরেই মুষলধারে নামবে বৃষ্টি।
চারিদিক থেকে মাটির সোঁদা গন্ধ ভেসে আসবে।
যে সকল যুগলকে তুমি বৃষ্টিতে ভিজতে দেখবে।
তাদের মাঝে আমি ছিলাম না,
আমি ছিলাম না তাদের খুনসুটিতে,
না ছিলাম তাদের আলিঙ্গনে-চুম্বনে।
আমি তোমাতে বিভোর থেকে তোমার স্বপ্নে অনুপ্রবেশ করতে চেয়েছি।
খুব গভীরভাবে।
যেন এক অব্যর্থ চেষ্টা।
তুমি লিখে গেছো বৃষ্টি ভেজা প্রেমের কবিতা।
আমি এখনও খুঁজে চলেছি প্রথম ভেজার বর্ষাতি-ছাতা।
১৩-১০-২০২১
নিউ মার্কেট, যশোর।
ট্যাগ:
হুম ভালো কবিতা।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন