অদৃশ্য বাঁধন
               —মোবায়দুল সাগর

কিভাবে ভাঙ্গব অদৃশ্য এ বাঁধন
মেঘমালাও নয় তো সদা চিরন্তন।
হারিয়ে যাওয়া কোনো এক অচেনা শহরে 
নগ্ন পায়ে-নগ্ন গায়ে খুঁজব সেই বহরে। 
ভাঙ্গা-গড়ার খেলা জন্ম-মৃত্যুরও উর্ধ্বে
চুরমার হয়ে যাবে বিদ্রোহ হবে কার বিরুদ্ধে।
কেরোসিন প্রদীপ নিয়ে তালাশ কিসের
হাজার জোনাকি খুন হদিস নেই লাশের। 
কোন বন্ধন চিরঞ্জীব নেই কোনো কারসাজি
খুন হয়নি জোনাকি হয়েছে প্রকৃতি এ কার বাজি।
যখন মিছিল করবে জলফড়িং-এরা ঘাসে-ঘাসে 
তখন অদৃশ্য বাঁধন মজবুত হবে পৃথিবীর পাশে-পাশে।

প্রকৃতিকে দমিয়ে কিসের নেশায় 
জলফড়িংদের খুন করে বেঁচে রবো সেই আশায়।
আমাকে খুনী বলে আখ্যা দিয়ে কি লাভ
অদৃশ্য বাঁধনে যে পড়েছে সে করতে পারে সব।
কোন ঠিকানায় আসে চিঠি কোথায় তার সীমানা
কেন মাঝ দুপুরে গান ধরল হলুদিয়া কি তার কামনা।

রাত আরও গভীর হলে ঘুমন্ত হলুদিয়া
সেও কি স্বপ্নে বিভোর থাকে না-কি যায় কাঁদিয়া।
যদি সে উচ্চস্বরে আবার গান ধরে তবে
অদৃশ্য বাঁধন হবে চিরন্তন থাকবে চিরতরে।
যত সম্ভব সময় আর নেই খুন হবে সেও
চুরমার হয়ে যাবে বিদ্রোহ করবে সেও।

এক বিস্তীর্ণ মাঠ পরে কাঙ্ক্ষিত ঠিকানা 
হয়েছে আন্দোলন হাজার চিঠির তা যে অজানা।
ওই আন্দোলনে হয়েছে অদৃশ্য বাঁধন চিরকালের
বিদ্রোহী চিঠিগুলোর মহড়া ছিল অনন্তকালের। 
দাবানলে পুড়িয়ে দেবো অসবুজ চিঠিগুলো 
অদৃশ্য বাঁধন ভাঙ্গব—ভেঙ্গে দেবো সব বাঁধনগুলো।


১৯-০২-২০২১
আলাদাৎপুর, নড়াইল। 
























ট্যাগ:

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প


Post a Comment

নবীনতর পূর্বতন