এক ঝুড়ি প্রেম           
       —মোবায়দুল সাগর
আমি হকারের মত এক ঝুড়ি প্রেম নিয়ে 
তোমার অলিতে-গলিতে হেঁকে যায়— 
প্রেম নেবে ওগো প্রেম নেবে!
তুমি কখনো সাড়া দাও ঝুল বারান্দা থেকে—
কি গো তোমার ঝুড়িতে—কি নিয়ে এসেছ?
প্রেমের কথা শুনতেই তুমি নাক সিঁটকাও
যেন প্রেম তোমার অপ্রিয় তরকারি করলা
যেন প্রেম তোমার অপ্রিয় পোকা আরশোলা।

আমি হেঁকে যায় মাথায় নিয়ে প্রেমের ঝুড়ি।
খুঁজে চলেছি চম্পকনগর—করব বিকি-কিনি।
সেখানেই থাকে বেহুলা; প্রেমের খদ্দের জানি
সিঁটকাবে না নাক সে নেবে প্রেম দুহাত ভরি।



২৫-১০-২০২১
নিউমার্কেট, যশোর।























ট্যাগ:

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প


2 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন