এক ঝুড়ি প্রেম
—মোবায়দুল সাগর
আমি হকারের মত এক ঝুড়ি প্রেম নিয়ে
তোমার অলিতে-গলিতে হেঁকে যায়—
প্রেম নেবে ওগো প্রেম নেবে!
তুমি কখনো সাড়া দাও ঝুল বারান্দা থেকে—
কি গো তোমার ঝুড়িতে—কি নিয়ে এসেছ?
প্রেমের কথা শুনতেই তুমি নাক সিঁটকাও
যেন প্রেম তোমার অপ্রিয় তরকারি করলা
যেন প্রেম তোমার অপ্রিয় পোকা আরশোলা।
আমি হেঁকে যায় মাথায় নিয়ে প্রেমের ঝুড়ি।
খুঁজে চলেছি চম্পকনগর—করব বিকি-কিনি।
সেখানেই থাকে বেহুলা; প্রেমের খদ্দের জানি
সিঁটকাবে না নাক সে নেবে প্রেম দুহাত ভরি।
২৫-১০-২০২১
নিউমার্কেট, যশোর।
ট্যাগ:
বাহ্! খুব সুন্দর লিখেছেন!
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুনএকটি মন্তব্য পোস্ট করুন