বহুদিন পরে
—মোবায়দুল সাগর
যেন তুমি বহুদিন পরে
আসলে হঠাৎ এই ঘরে
অচেনা এক অতিথির বেশে
আমাকে মিথ্যে ভালোবেসে।
যেন তুমি বহুদিন পরে
ডাকলে আদরের স্বরে
অচেনা এক ভঙ্গির রেশে
আমাকে মিথ্যে ভালোবেসে।
যেন তুমি বহুদিন পরে
হাঁটলে আমার হাত ধরে
অচেনা এক গোধূলি শেষে
আমাকে মিথ্যে ভালোবেসে।
যেন তুমি বহুদিন পরে
জড়ালে আমায় মন ভরে
অচেনা এক ঝুম বৃষ্টির দেশে
আমাকে মিথ্যে ভালোবেসে।
২৬-১০-২০২১
নিউ মার্কেট, যশোর।
ট্যাগ:
অসাধারণ একটি কবিতা। শুভ কামনা!
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন