লোকে কী বলবে
             —মোবায়দুল সাগর

আমাকে শক্ত করে আঁকড়ে ধরেছ বাহুডোরে
যেতে দিচ্ছ না কোথাও—কোনো ঘরে।
শরীরের গন্ধে মিশে যেতে চাইছ অকপটে।
তবে খেলছ কেন প্রেম-লুকোচুরি পথে-ঘাটে?
এসো, এসো শ্রাবন্তী সাহা, মুক্ত হই এই বাতাসে
'লোকে কী বলবে' না ভেবে চল প্রেমে যায় ভেসে।

কিসের বিভেদে আমাকে দূরে ঠেলে দাও জনসম্মুখে
আবার নির্জন পেলেই কেন টেনে নাও তোমার বুকে?
দেখা হলে যেন চেনই না যখন থাকে বান্ধবীরা সাথে
অথচ ফোন করে অস্থির করে তোল দিনে-রাতে!
শ্রাবন্তী সাহা, কেন করছ এমন—কোন আদেশে?
'লোকে কী বলবে' না ভেবে চল প্রেমে যায় ভেসে।


২৬-১০-২০২১
নিউ মার্কেট, যশোর।














ট্যাগ:

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প


Post a Comment

নবীনতর পূর্বতন