লোকে কী বলবে
—মোবায়দুল সাগর
আমাকে শক্ত করে আঁকড়ে ধরেছ বাহুডোরে
যেতে দিচ্ছ না কোথাও—কোনো ঘরে।
শরীরের গন্ধে মিশে যেতে চাইছ অকপটে।
তবে খেলছ কেন প্রেম-লুকোচুরি পথে-ঘাটে?
এসো, এসো শ্রাবন্তী সাহা, মুক্ত হই এই বাতাসে
'লোকে কী বলবে' না ভেবে চল প্রেমে যায় ভেসে।
কিসের বিভেদে আমাকে দূরে ঠেলে দাও জনসম্মুখে
আবার নির্জন পেলেই কেন টেনে নাও তোমার বুকে?
দেখা হলে যেন চেনই না যখন থাকে বান্ধবীরা সাথে
অথচ ফোন করে অস্থির করে তোল দিনে-রাতে!
শ্রাবন্তী সাহা, কেন করছ এমন—কোন আদেশে?
'লোকে কী বলবে' না ভেবে চল প্রেমে যায় ভেসে।
২৬-১০-২০২১
নিউ মার্কেট, যশোর।
ট্যাগ:
একটি মন্তব্য পোস্ট করুন