এক রাশ অভিযোগ
—মোবায়দুল সাগর
তুমি ফিরে এসেছ এক রাশ অভিযোগ নিয়ে।
তুমি আকাশ ভেবেছিলে, ভেবেছিলে সমুদ্রের
শান্ত সুশীল নীল, ভেবেছিলে গাঢ় সবুজ টিয়ে।
কিন্তু কিছুই পাওনি তাহাতে। পেয়েছিলে অভদ্রের
ক্লান্ত অশ্লীল দিল—কালো মেঘের উষ্ণতা, জিয়ে
রাখা লোলুপ চোখের অভুক্ততা—আঁধার চন্দ্রের।
তুমি চলে গিয়েছিলে এক রাশ অভিযোগ নিয়ে
তুমি ভালোবেসেছিলে পাখির ডানার মত, নিশির
নিস্তব্ধ নিয়মে। ভালোবেসেছিলে নিঃস্বার্থ দিয়ে।
কিন্তু কিছুই পাওনি আমাতে। পেয়েছিলে শিশির
আবদ্ধ বয়ামে—ভালো ছেলের উগ্রতা,কুলুপ দিয়ে
আঁটা মুখের মৌনতা—ভবিষ্যদ্বাণী এক ঋষির।
০৫-১১-২০২১
নিউ মার্কেট, যশোর।
ট্যাগ:
একটি মন্তব্য পোস্ট করুন