বেনাগাড়ী
—মোবায়দুল সাগর
আজ এই বর্ষার দিনে মন কে নাচায় ?
বেনাগাড়ীর সকল ব্যাঙ যেন ব্যান্ড বাজায়!
ঘ্যাঘু-ঘ্যাঘু শব্দে মেতে ওঠে ধাবক পাড়া
মাছ ধরতে হবে দিনে-রাতে আসছে তাড়া।
দিনের ছন্নছাড়া বৃষ্টিতে বিরক্ত চালের টিন
এই বর্ষা গেলেই চুকিয়ে দেব মহাজনের ঋণ।
রাতের পিশাচ ঝড়ে উঠানে বসে সজনের মেলা
সাথে থাকে গাম্বুল ছেলেপেলে নিয়ে করে খেলা।
৩০-১২-২০২১
নিউ মার্কেট, যশোর।
ট্যাগ:
একটি মন্তব্য পোস্ট করুন