না খোঁজার দেশে
—মোবায়দুল সাগর
সব থেকে ভালো হয়
চলো আমরা হারিয়ে যায়—
না খোঁজার দেশে
যদি থাকে ঋণ দাও চুকে
শুধু প্রেম-ভালোবাসা নাও বুকে
হারাবো আজ না খোঁজার দেশে
অলি-গলি পথ ভূলে
সোনায় মোড়ানো দেশ ফেলে
হারাবো আজ না খোঁজার দেশে।
সেখানে সবাই আত্মার সাজে
পাবে না কেউ আমাদের খুঁজে
হারাবো তাই না খোঁজার দেশে।
২৮-১০-২০২১
নিউ মার্কেট, যশোর।
ট্যাগ:
একটি মন্তব্য পোস্ট করুন