বালিহাঁস
—মোবায়দুল সাগর
তুমি বালিহাঁসের ডানায় উড়ে যেতে পারতে
ভেসে বেড়াতে তার ধূসর পালকে
তার নীল-নীলাভ শিরায় করতে বিচরণ
নলখাগড়ার নীড়ে রেখে দিতে কোনো চিহ্ন।
জোঁকের মত কেন জেঁকে ধরেছ আমাকে
অ্যানিমিয়া আক্রান্ত আমি এক বাঁশফুল
পরাগরেণু হয়ে কত কাছে এসেছ, করেছ বরবাদ
পাপড়িগুলো আজ শুষ্ক, মৃতপ্রায়, হবু জীবাশ্ম।
০৯-১১-২০২১
নিউ মার্কেট, যশোর।
ট্যাগ:
একটি মন্তব্য পোস্ট করুন