বালিহাঁস
      মোবায়দুল সাগর 

তুমি বালিহাঁসের ডানায় উড়ে যেতে পারতে
ভেসে বেড়াতে তার ধূসর পালকে
তার নীল-নীলাভ শিরায় করতে বিচরণ
নলখাগড়ার নীড়ে রেখে দিতে কোনো চিহ্ন।

জোঁকের মত কেন জেঁকে ধরেছ আমাকে
অ্যানিমিয়া আক্রান্ত আমি এক বাঁশফুল 
পরাগরেণু হয়ে কত কাছে এসেছ, করেছ বরবাদ
পাপড়িগুলো আজ শুষ্ক, মৃতপ্রায়, হবু জীবাশ্ম।

০৯-১১-২০২১
নিউ মার্কেট, যশোর।





















ট্যাগ:

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প






Post a Comment

নবীনতর পূর্বতন