কত মিথ্যে
—মোবায়দুল সাগর
বিস্তীর্ণ সবুজ প্রান্তর ছেড়ে—জাম্বেজি
নদীর হিংস্রতার মতো কোনো হায়েনা—
মানব সভ্যতার সমাজ ট্যাবুর বেড়াজালে
অসভ্য কাফির হঠাৎ রোডেশিয়ার শেতাঙ্গ
নারীর কামনার চোখে ধূলিসাৎ খেলায়
কখনও বা মাটির ঘরে পুতুল নাচের
মতো কত মিথ্যে কত আলিঙ্গন।
২৬-০৮-২০২১
নিউ মার্কেট, যশোর।
ট্যাগ:
একটি মন্তব্য পোস্ট করুন