অক্ষৌহিণী বছর 
                  —মোবায়দুল সাগর

আমি একলা পথ চলি রবী ঠাকুরের কথায়
ঘর ছেড়ে মেঘকে সঙ্গী করে চাঁদের ছায়ায়।
গৌতমের মত দুঃখের খোঁজে বোধি গাছ তলায়
কাটিয়ে দিতে চাই অক্ষৌহিণী বছর শব্দহীনতায়।

আমার দুঃখ খুবই সুক্ষ্ম গঙ্গাতে করল না স্নান কেউ
তবে কিভাবে সামলাবে আলোর ডিঙি আঁধারের ঢেউ।
অসুরদের যজ্ঞে যোগদান তবে নিশ্চিত ধ্বংস অষ্ট বসু
না আছে নোহা না আছে মূসা তবে বাঁচাবে কোন প্রভু।

রবী ঠাকুর তোমায় হাজার প্রণাম হাজার সালাম
ছাড়লাম এ গোত্রকূল চললাম আমি শঙ্কু-শঙ্কু কাদাম। 
বসে আছি বোধিত্বের জন্য দেখতে পারছ কি গৌতম
জানি একদিন এ আঁধারের থেকে আলোই হবে প্রিয়ম।

১৯-১১-২০২১
নিউ মার্কেট, যশোর।





ট্যাগ:

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প










Post a Comment

নবীনতর পূর্বতন