জোৎস্না
       —মোবায়দুল সাগর

কিছু শব্দ জেগে উঠতে চাই
মৃত জোৎস্নার বিভৎস শরীর থেকে।
হাউমাউ করে কাঁদতে চাই কিছু চোখ,
যেন অর্ব্বুদ বছর অশ্রু জমিয়ে রেখেছে।
কবিতার কিছু আধ্যাত্মিক পঙক্তি বোধগম্য আজ
যেন সকলে কৈলাশ থেকে সাধনা করে ফিরেছে।

হঠাৎ মিছিল করতে চাই ঝিঁ-ঝিঁ পোকার ঝাক,
কান ঝালাফালা হয়ে যায় শুনে হাজার ডাহুকের ডাক।
জোৎস্নার রক্ত ইছামতিতে মিশে হয় একাকার।
জোৎস্নার শরীর নিভে যায়, শাঁখ বেজে ওঠে আঙ্গরাইলে।
জোৎস্নার নিথর দেহ পড়ে আছে জানাজা উত্তর পাড়াতে।
জোৎস্না কপালপোড়া, সর্বহারাও কে কাঁদছে কাঁঠাল তলায়!

১২-১১-২০২১
নিউ মার্কেট, যশোর। 



ট্যাগ:

জীবনবোধের কবিতা   দেশাত্মবোধক কবিতা   ধর্মীয় চেতনার কবিতা প্রকৃতির কবিতা প্রতিবাদী কবিতা প্রেমের কবিতা বিবিধ কবিতা বিরহের কবিতা মানবতাবাদী কবিতা রূপক কবিতা   রম্য কবিতা   শিশুতোষ ছড়া-কবিতা চতুর্দশপদী কবিতা সনেট কবিতা মহাকাব্য ছন্দবৃত্ত কবিতা মাত্রাবৃত্ত কবিতা অক্ষরবৃত্ত কবিতা পদ্য-গদ্য গল্প সাহিত্য উপন্যাস বিখ্যাত কবিতা ছোট কবিতা নতুন কবিতা ভালো বাংলা কবিতা আনকমন কবিতা বিরহের কবিতা কবিতা বাংলা জীবনমুখী কবিতা উপন্যাস কি আত্মজীবনীমূলক উপন্যাস উপন্যাস কত প্রকার বাংলা উপন্যাসের ইতিহাস জনপ্রিয় উপন্যাস বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ঐতিহাসিক উপন্যাস বাংলা উপন্যাসের ধারা শিক্ষনীয় গল্প হাসির গল্প বাংলা গল্প গল্প  রোমান্টিক জীবনের গল্প ভালো গল্প ছোট গল্প ডাইনি গল্প


           

Post a Comment

নবীনতর পূর্বতন