মহুয়া
        —মোবায়দুল সাগর

তুমি মহুয়া ফুলের মতো মাদকতা ছড়িয়েছ
প্রাণে-প্রাণে—আমিও পাইনি রক্ষা—কী নেশা 
তোমাতে! সভ্যতার মতো ধ্বংস করে যাচ্ছ—
কোটি-কোটি প্রাণ সঞ্চার—সৃষ্টি করে যাচ্ছ
অশেষ ছলনার ইতিহাস—অনুভূতি নিয়ে খেলে।  
রঙ-বেরঙের নিরীহ প্রজাপ্রতির ডানা দুমড়ে-মুচড়ে
ভেঙ্গে দিয়েছ—আমার সামনেই মরতে দেখেছি—
শহীদ হয়েছে তোমারই নেশায়। তুমি শুধুই হেসেছ,

জেগে উঠেছ মাতাল করা সুঘ্রাণ নিয়ে—পথে-ঘাটে,
দেশ-দেশান্তরে। জগৎ ভোলা রূপের বিষ ঢেলে দিয়েছ
হৃদয়ের নদীতে। তুমি প্রাণঘাতী, তুমি মহামারী, তুমি ধ্বংস।
তুমি খেলতে জানো ভয়ংকরভাবে—মাটির পুতুল ভাঙতে
জানো বিভৎসভাবে। তোমার অহংকার, তোমার অহমিকা—
তোমার যক্ষের ধন রূপ—সবই যেন সেই ভাঙা মাটির পুতুল। 


২০-০৯-২০২১
নিউ মার্কেট, যশোর।


ট্যাগ:

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প


4 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন