সব ফুরিয়ে যায়
                —মোবায়দুল সাগর

সব ফুরিয়ে যায়,সব শেষ হয়ে আসে
এই ভরা নদীর পানি তোমার নিঃস্বার্থ ভালবাসা
আকাশের সমস্ত নীলে খেলা করা আবাবীল পাখির চঞ্চলতা
হাসনাহেনার সুগন্ধে মাতোয়ারা ভ্রমরের হুলের বিষ 
ধোয়াশার মত কুয়াশার প্রেমের কলঙ্কের দিন 
নব্য ক্রীততাসের পলায়ন করার সুচতুর ভাবনা 
শেষ হয়ে আসে স্বাধীনতার আনন্দের মাদকতা
ফুরিয়ে যায় রক্তে রাঙা প্রতিবাদী মিছিলের গল্প 
দেখতে দেখতে হয়ে ওঠে মৃত্যু কান্না একটি শিল্প।


নিউ মার্কেট, যশোর।



ট্যাগ:

জীবনবোধের কবিতা   দেশাত্মবোধক কবিতা   ধর্মীয় চেতনার কবিতা প্রকৃতির কবিতা প্রতিবাদী কবিতা প্রেমের কবিতা বিবিধ কবিতা বিরহের কবিতা মানবতাবাদী কবিতা রূপক কবিতা   রম্য কবিতা   শিশুতোষ ছড়া-কবিতা চতুর্দশপদী কবিতা সনেট কবিতা মহাকাব্য ছন্দবৃত্ত কবিতা মাত্রাবৃত্ত কবিতা অক্ষরবৃত্ত কবিতা পদ্য-গদ্য গল্প সাহিত্য উপন্যাস বিখ্যাত কবিতা ছোট কবিতা নতুন কবিতা ভালো বাংলা কবিতা আনকমন কবিতা বিরহের কবিতা কবিতা বাংলা জীবনমুখী কবিতা উপন্যাস কি আত্মজীবনীমূলক উপন্যাস উপন্যাস কত প্রকার বাংলা উপন্যাসের ইতিহাস জনপ্রিয় উপন্যাস বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ঐতিহাসিক উপন্যাস বাংলা উপন্যাসের ধারা শিক্ষনীয় গল্প হাসির গল্প বাংলা গল্প গল্প  রোমান্টিক জীবনের গল্প ভালো গল্প ছোট গল্প ডাইনি গল্প


Post a Comment

নবীনতর পূর্বতন