মৃত্যু
      —মোবায়দুল সাগর

মৃত্যু এক গল্প-এক সত্য-এক মিথ্যা
মৃত্যু শুধুই পরকালের চিন্তা।
মৃত্যু হয়েছিল সেদিন যেদিন হয়েছিল জন্ম
মৃত্যু হয় না ধর্ম, হয় না বর্ণ, মৃত্যু শুধুই কর্ম।
মৃত্যু নয় কেন আনন্দের নয় কেন জয়ের
মৃত্যু হয় শুধু শরীরের সেটাই যে ভয়ের। 

মৃত্য এক জন্ম চিরসত্যের 
মৃত্যু এক মৃত্যু চির বিশ্বাসের
মৃত্যু খোঁজে অনন্ত ইতিহাস
মৃত্যু করায় নরক নয় স্বর্গবাস।
মৃত্যু এক নরম সকাল এক স্নিগ্ধ বিকাল 
মৃত্য এক সাহিত্য এক কবিতা থাকবে চিরকাল

২৭-০২-২০২১
আলাদাৎপুর, নড়াইল ।

ট্যাগ:

জীবনবোধের কবিতা   দেশাত্মবোধক কবিতা   ধর্মীয় চেতনার কবিতা প্রকৃতির কবিতা প্রতিবাদী কবিতা প্রেমের কবিতা বিবিধ কবিতা বিরহের কবিতা মানবতাবাদী কবিতা রূপক কবিতা   রম্য কবিতা   শিশুতোষ ছড়া-কবিতা চতুর্দশপদী কবিতা সনেট কবিতা মহাকাব্য ছন্দবৃত্ত কবিতা মাত্রাবৃত্ত কবিতা অক্ষরবৃত্ত কবিতা পদ্য-গদ্য গল্প সাহিত্য উপন্যাস বিখ্যাত কবিতা ছোট কবিতা নতুন কবিতা ভালো বাংলা কবিতা আনকমন কবিতা বিরহের কবিতা কবিতা বাংলা জীবনমুখী কবিতা উপন্যাস কি আত্মজীবনীমূলক উপন্যাস উপন্যাস কত প্রকার বাংলা উপন্যাসের ইতিহাস জনপ্রিয় উপন্যাস বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ঐতিহাসিক উপন্যাস বাংলা উপন্যাসের ধারা শিক্ষনীয় গল্প হাসির গল্প বাংলা গল্প গল্প  রোমান্টিক জীবনের গল্প ভালো গল্প ছোট গল্প ডাইনি গল্প



1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন