দেবী
—মোবায়দুল সাগর
আমার হৃদয়ের মন্দিরে তুমি অ্যাথিনা
শত ফুলে- শত মন্ত্রেও হয় না তোমার বন্দনা।
কোন্ শিল্পী গড়েছিল তোমার এ প্রতিমা?
পাহাড়-পর্বত, সাগর-সমুদ্রেরও উর্ধ্বে তোমার উপমা।
বানাও আমাকে তোমার রথের সারথী,
আমি সারাজীবন করব দেবী তোমার আরতি।
০৫-০১-২০২২
জয়দেবপুর, গাজীপুর।
ট্যাগ:
Darun❤️
উত্তরমুছুনচমৎকার শব্দ নির্মাণ।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন