প্রিয় স্বাধীনতা
                —মোবায়দুল সাগর

শেষমেশ তা মিলিয়ে গেল শূন্যে।
যা কুড়ে কুড়ে খাচ্ছিল আমাকে-তোমাক-সমাজকে।
রক্ত আর মৃত্যু দেখতে দেখতে সবাই অভ্যস্ত,
যেন রোজকার ঘটনা যেমন সূর্য প্রতিদিন ওঠে
সূর্য তো আজও উঠল নতুন এক প্রাণবন্ত সূর্য
যখন প্রভাতে পূব আকাশ লাল হয়ে উঠল।
তারও পূর্বে যখন দরাজ কন্ঠের আজান শুনলে
ভেবেছিল কে এ হতে চলেছে নতুন এক সকাল।
স্বাধীনতা কি কোনো খাবারের নাম?
স্বাধীনতা ক্ষুধায় পেটে ছুঁচো দৌঁড়িয়েছে।
আজ তার সাধ মেটাও - গিলে ফেল স্বাধীনতাকে
ভোগ কর নারীদেহের মত স্বাধীনতাকে
এ যে রক্তে কেনা স্বাধীনতা - প্রিয় স্বাধীনতা। 




ভোর - ৩টা ৭ মিনিট।
১৭-০২-২০২২
জয়দেবপুর, গাজীপুর।








ট্যাগ:

জীবনবোধের কবিতা   দেশাত্মবোধক কবিতা   ধর্মীয় চেতনার কবিতা প্রকৃতির কবিতা প্রতিবাদী কবিতা প্রেমের কবিতা বিবিধ কবিতা বিরহের কবিতা মানবতাবাদী কবিতা রূপক কবিতা   রম্য কবিতা   শিশুতোষ ছড়া-কবিতা চতুর্দশপদী কবিতা সনেট কবিতা মহাকাব্য ছন্দবৃত্ত কবিতা মাত্রাবৃত্ত কবিতা অক্ষরবৃত্ত কবিতা পদ্য-গদ্য গল্প সাহিত্য উপন্যাস বিখ্যাত কবিতা ছোট কবিতা নতুন কবিতা ভালো বাংলা কবিতা আনকমন কবিতা বিরহের কবিতা কবিতা বাংলা জীবনমুখী কবিতা উপন্যাস কি আত্মজীবনীমূলক উপন্যাস উপন্যাস কত প্রকার বাংলা উপন্যাসের ইতিহাস জনপ্রিয় উপন্যাস বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ঐতিহাসিক উপন্যাস বাংলা উপন্যাসের ধারা শিক্ষনীয় গল্প হাসির গল্প বাংলা গল্প গল্প  রোমান্টিক জীবনের গল্প ভালো গল্প ছোট গল্প ডাইনি গল্প



Post a Comment

নবীনতর পূর্বতন