ইচ্ছা জয় 
            —মোবায়দুল সাগর

ইচ্ছা তোমার হিমালয় জয় করার                                                                    
তুমি কেন আটলান্টিকে সাতরাচ্ছ ?
কে দিয়েছে তোমাকে সাগরে ফেলে
কার নির্দেশনায় হাত-পা সঞ্চালিত করছ ?
নিশ্চয় তুমি রক্তে মাংশে গড়া কলের পুতুল নও
বলছি শোনো ছেলে নাকানি-চুবানি না খেয়ে
ফিরে এসো স্থলে নিজ ইচ্ছা জয়ে। 



১২-০২-২০২২
জয়দেবপুর, গাজীপুর।









ট্যাগ:

জীবনবোধের কবিতা   দেশাত্মবোধক কবিতা   ধর্মীয় চেতনার কবিতা প্রকৃতির কবিতা প্রতিবাদী কবিতা প্রেমের কবিতা বিবিধ কবিতা বিরহের কবিতা মানবতাবাদী কবিতা রূপক কবিতা   রম্য কবিতা   শিশুতোষ ছড়া-কবিতা চতুর্দশপদী কবিতা সনেট কবিতা মহাকাব্য ছন্দবৃত্ত কবিতা মাত্রাবৃত্ত কবিতা অক্ষরবৃত্ত কবিতা পদ্য-গদ্য গল্প সাহিত্য উপন্যাস বিখ্যাত কবিতা ছোট কবিতা নতুন কবিতা ভালো বাংলা কবিতা আনকমন কবিতা বিরহের কবিতা কবিতা বাংলা জীবনমুখী কবিতা উপন্যাস কি আত্মজীবনীমূলক উপন্যাস উপন্যাস কত প্রকার বাংলা উপন্যাসের ইতিহাস জনপ্রিয় উপন্যাস বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ঐতিহাসিক উপন্যাস বাংলা উপন্যাসের ধারা শিক্ষনীয় গল্প হাসির গল্প বাংলা গল্প গল্প  রোমান্টিক জীবনের গল্প ভালো গল্প ছোট গল্প ডাইনি গল্প


Post a Comment

নবীনতর পূর্বতন