শান্তি
—মোবায়দুল সাগর
আমার রোদে ঝলসানো হাত
লোহা পেটানো শরীরের ঘ্রাণ;
আলবেলা রাতে আলেয়ার তরে
মৃত্যুর মত বেঁচে আছে দুটি প্রাণ।
জোনাকি পোকার পুনর্জন্মের মিছিলে
জাতিস্মর আমাদের ঘুনে ধরা আত্মা।
তোমার শরীরে, ঠোঁটে, স্তনে, নাভিতে, যোনীতে
পাথুরে ঝরণার মত প্রবাহিত কামনা হঠাৎ
আমার শরীরে এশিয়া মাইনরের চুম্বকের মত
শিহরণ জাগিয়ে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মত
ভালোবাসা উদযাপন—যেন এটাই পবিত্রতা;
এটা জন্ম; এটা জন্মায়; এটাই বেঁচে আছে
অবাক চোখের মানুষ; এটা শৃঙ্খলা, এটাই শান্তি।
১২-১২-২০২২
নিউ মার্কেট, যশোর।
একটি মন্তব্য পোস্ট করুন