তোমার খোঁজে

মোবায়দুল সাগর


গ্রামের পর গ্রামে চলেছি
প্রত্যেককে জিজ্ঞাসা করেছি
তোমরা কি তাকে দেখেছো?

বসন্তের সকালে রাজহাঁসের পালক

যা হাওয়ায় ভেসে তোমার কেশে এসেছিল
তোমার চুলের গন্ধে যে হয়েছিল মাতোয়ারা।
যাকে তুমি চুল থেকে উঠিয়ে নিয়েছিলে
তোমার কাঁধ ব্যাগখানায়‌।
বাড়িতে ফিরে রঙ তুলি দিয়ে ভাসিয়েছিলে
তাকে তোমার রঙের দরিয়ায়।
সেই অগত্যাও দিতে পারেনি খোঁজ তোমার।

শীতের যেই ঘাসগুলো তোমার নরম পায়ের ছোঁয়া পেয়ে
ধন্য হয়েছিলতোমার জন্য যারা হতে চেয়েছিল অমরতোমার পায়ের ছোঁয়ায় পেয়েছিল অলৌকিক শিহরণ। জেগে উঠেছিল শরীরে সব কামনা-বাসনা, অভিলাষ-ইচ্ছা‌‌। তুমি ছিলে তাদের অ্যাথিনা, পেয়েছিলে তাদের বন্দনা। তাদের মন মন্দিরের বেদীতে গড়েছিল তোমার সোনার মূর্তি।
হায়! ঘাস! সেই সবুজ ঘাসও দিতে পারেনি খোঁজ তোমার।

হেমন্তের বিকেলে যেই সূর্য হয়ে যায় লাজুক
যার থাকে না কোনো অহংকার
যাকে মনে হয় এই পৃথিবীর প্রেমিক
যার জন্য বাঁচতে চাই হাজারো ছাতিম, কামিনী, দেবকাঞ্চন।
সেই সূর্য তোমার রূপের উন্মাদ আশিক
যে তোমার নামে গীতিকাব্যে ভরিয়ে দিয়েছে সৌরজগত।
তোমার জন্য, শুধু তোমার জন্য সে দিয়ে যাচ্ছে পৃথিবীকে তার আলো।
সেই হতভাগা সূর্যও দিতে পারেনি খোঁজ তোমার।

ঘন বর্ষার রাতে যে মানবশিশুটির জন্ম হ'
যে এসেছিল অজ্ঞতার মাঝে
তোমাকে দেখে যে পেয়েছিল স্বস্তি
তোমার জন্য যে প্রথমবারের মত কেঁদেছিল
মনে হচ্ছিল তার শ্বাস-প্রশ্বাসে রয়েছে তোমার অধিকার‌।
তুমি তাকে কোলে নিয়ে দিলে অমৃতের স্বাদ
তোমার গোলাপ রাঙা নরম ঠোঁট দুটি ছুঁয়ে গেল তার ছোট্ট চিবুক।
লক্ষ লক্ষ পাখিরা তখন গানে গানে ভরিয়ে দিল ধরার মঞ্চ।
সেই নবজাতক শিশু যার জন্ম তুমি সার্থক করে দিলে,
সেও দিতে পারেনি খোঁজ তোমার।


০৬-১২-২০২২
নিউ মার্কেট, যশোর।


ট্যাগ:

জীবনবোধের কবিতা   দেশাত্মবোধক কবিতা   ধর্মীয় চেতনার কবিতা  প্রকৃতির কবিতা  প্রতিবাদী কবিতা  প্রেমের কবিতা  বিবিধ কবিতা বিরহের কবিতা  মানবতাবাদী কবিতা  রূপক কবিতা   রম্য কবিতা   শিশুতোষ ছড়া-কবিতা  চতুর্দশপদী কবিতা সনেট কবিতা  মহাকাব্য  ছন্দবৃত্ত কবিতা  মাত্রাবৃত্ত কবিতা  অক্ষরবৃত্ত কবিতা  পদ্য-গদ্য  গল্প  সাহিত্য উপন্যাস  বিখ্যাত কবিতা  ছোট কবিতা  নতুন কবিতা  ভালো বাংলা কবিতা  আনকমন কবিতা  বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা  উপন্যাস কি  আত্মজীবনীমূলক উপন্যাস  উপন্যাস কত প্রকার  বাংলা উপন্যাসের ইতিহাস  জনপ্রিয় উপন্যাস  বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ  ঐতিহাসিক উপন্যাস  বাংলা উপন্যাসের ধারা  শিক্ষনীয় গল্প  হাসির গল্প  বাংলা গল্প  গল্প  রোমান্টিক  জীবনের গল্প  ভালো গল্প  ছোট গল্প  ডাইনি গল্প


Post a Comment

নবীনতর পূর্বতন