কিন্তু কতক্ষণ

                   মোবায়দুল সাগর 


মনে হচ্ছে মুক্ত বাতাসও কিনে গ্রহণ করতে হবে!

চাল-ডাল, তেল-নুন যেন স্বর্ণের দোকানেই শোভা পায়।

ডিজেল-পেট্রোলের দাম শুনে মন বলছে পা-গাড়িই উত্তম!

চলো ফিরে যায় পঞ্চাশ-ষাট বছর আগের বাংলায়

নানা-দাদারা গল্প শোনাতো শৈশবেহেঁটে ঝিনাইদহ থেকে যশোর।

ভাতের বদলে ভূরোর চাল, কচুর শাক আর কলার থোড়,

বিদ্যুৎ তো ছিল শহরে, হারিকেন-টেমিতে আলোকিত হত ঘর।

অসুখ-বিমার হলে ছিল ইসহাক আলীর পানিপড়া-গাছের শিকড়,

স্কুল ছিল না গ্রামে, পাঁচ গ্রাম পরেই মিলত শিক্ষার আসর।

আজ ভূরোর চাল, কচুর শাকও বিলুপ্ত  প্রায়

আমরা না খেয়ে-খেয়ে কঙ্কালসার হয়ে যায়।

সরকার বলে দেশ হয়ে গেছে সিঙ্গাপুর মহাশয়

ভিক্কুকমুক্ত বাংলাদেশে সবার আড়াই হাজার ডলার আয়।

আমাদের মাথার ঘাম পায়ে ফেলে তোমরা গড়ছ টাকার পাহাড়,

বেগম পাড়ায় আলিশান বাংলো, ক্যাসিনোতে কোটি-কোটি টাকা ঢালো

আমাদের ব্যাংক করে ফাঁকা, সুইচ ব্যাংকে হাজার-হাজার কোটি টাকা।

ছেলে-মেয়ে ম্যানহাটনের ফ্লাটে, আমরা ঘুমায় মাঠে-ঘাটে

চড়ছ বিএমডব্লিউ-মার্সিডিজে, আমদের পায়ের তলা খসে যাচ্ছে।

তোমার সন্তানেরা বিদেশী বিশ্ববিদ্যালয়ে, আমরা অজ্ঞতার জগতে

পেটে লাথি মারছো, লাথি খাচ্ছি, সহ্য করছি, কিন্তু কতক্ষণ?   


০৮-১১-২০২২

নিউ মার্কেট, যশোর। 




ট্যাগ:

জীবনবোধের কবিতা   দেশাত্মবোধক কবিতা   ধর্মীয় চেতনার কবিতা  প্রকৃতির কবিতা  প্রতিবাদী কবিতা  প্রেমের কবিতা  বিবিধ কবিতা বিরহের কবিতা  মানবতাবাদী কবিতা  রূপক কবিতা   রম্য কবিতা   শিশুতোষ ছড়া-কবিতা  চতুর্দশপদী কবিতা সনেট কবিতা  মহাকাব্য  ছন্দবৃত্ত কবিতা  মাত্রাবৃত্ত কবিতা  অক্ষরবৃত্ত কবিতা  পদ্য-গদ্য  গল্প  সাহিত্য উপন্যাস  বিখ্যাত কবিতা  ছোট কবিতা  নতুন কবিতা  ভালো বাংলা কবিতা  আনকমন কবিতা  বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা  উপন্যাস কি  আত্মজীবনীমূলক উপন্যাস  উপন্যাস কত প্রকার  বাংলা উপন্যাসের ইতিহাস  জনপ্রিয় উপন্যাস  বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ  ঐতিহাসিক উপন্যাস  বাংলা উপন্যাসের ধারা  শিক্ষনীয় গল্প  হাসির গল্প  বাংলা গল্প  গল্প  রোমান্টিক  জীবনের গল্প  ভালো গল্প  ছোট গল্প  ডাইনি গল্প


Post a Comment

নবীনতর পূর্বতন