বাউন্ডুলে বাতাস
—মোবায়দুল সাগর
তোমার শাড়ির আঁচল উড়ছে দেখো
বাউন্ডুলে বাতাসে।
তবে উড়ে যেও না বন্ধু আমার
আমাকে একা ফেলে।
তুমি ব্লিডিং হার্ট হলে আমি মৌমাছি হব
তোমাকে কাছে পেলে।
তবে হৃদয়ে রক্তক্ষরণ হতে দিও না
প্রিয়, আগলে রেখো বুকে।
বাউন্ডুলে বাতাস তুমি শুনছো কি?
দেখো প্রেয়সীর জন্য সাজিয়েছি পালকি
আমার শাদা ঘোড়া যেতে রাজি নাচছে দুলকি।
ওরে বাউন্ডুলে বাতাস—তোমার বাতাসে—
সমুদ্র ঢেউ তুলে দাও প্রিয়ার রেশমি কেশে।
গাছে-গাছে দোলা দাও প্রণয়ের বাগানে—
উৎসবে মেতে উঠুক বাতাসি পাখিদের গানে।
যেন সময় ভূলে যাক পৃথিবী রূপসীর বদনে।
যাযাবর বাতাস তুমি, বেদুইন তুমি, সন্ন্যাসী তুমি;
শৈত্যপ্রবাহ তুমি, তাপদাহ তুমি, কালবৈশাখী তুমি।
তুমি পারো কি প্রাণাধিকের কাছে আমার কথা-
টেলিপ্যাথি করে দাও ভূলে যায় দুর্মোচ্য ব্যথা।
তুমি জানো কি প্রিয়ার মনোহর মায়াকণ্ঠী কলা-
ইন্দ্রজাল বিছিয়ে দাও যেন ধ্বংস হয় ছলাকলা।
২০-০১-২০২৩
মিরপুর-১, ঢাকা।
একটি মন্তব্য পোস্ট করুন