এক ক্যামব্রিয়ান সময়
—মোবায়দুল সাগর
এক ক্যামব্রিয়ান সময় পরে—যদি এই পৃথিবী আবার একত্রিত হয়।
আবার যদি সাত মহাদেশ ও পাঁচ মহাসাগর
একত্রিত হয়ে রোডিনিয়া ও টেথিস সাগর হয়।
এই মানবজাতি-প্রাণীকূল যদি ধ্বংস হয়ে যায়—
আগামী ভোরের সূর্য যদি আর না দেখি।
কত রহস্য!
টলেমি বললেন—
সূর্য ঘুরছে পৃথিবীর চারিদিকে।
নিকোলাস বললেন—
পৃথিবী ঘুরছে সূর্যের চারিদিকে।
হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন পুড়ছে—
আকাশগঙ্গা তবেই বেঁচে আছে।
যদি এক হয়ে যায় ইউরোপ-আফ্রিকা ।
যারা সেদিন শিকার শেষে গল্পের আসরে
সৃষ্টি করলেন কতসব পৌরাণিক কথা—
ঈশ্বর খুশি হলে শিকার মেলে—
ঈশ্বর আছে প্রাণীর শরীরে।
শিকার শেষে ভাগবাটোয়ারায় মিলল পাথর।
তারপর যারা শিখলেন আগুন জ্বালাতে;
অস্ত্রের আঘাতে শিকার করতে।
সবই কি বিলোপন হয়ে যাবে?
২২-০১-২০২৩
মিরপুর-১, ঢাকা।
একটি মন্তব্য পোস্ট করুন